অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বরগুনার লঞ্চ চলাচল

সফিকুল ইসলাম রাসেল

প্রকাশিত: ২১ অগাস্ট ২০২৩, ১২:২৫ পিএম


অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বরগুনার লঞ্চ চলাচল

বরগুনা লঞ্চঘাট থেকে ছবি তুলেছেন সফিকুল ইসলাম রাসেল

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা বরগুনায় যাত্রী সংকটের কারণ দেখিয়ে ঢাকা-বরগুনা রুটের লঞ্চ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

আজ (২১ আগস্ট ২৩) সোমবার বরগুনা থেকে নির্দিষ্ট সময়ে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে গেলেও ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে কোন লঞ্চ ছেড়ে আসবে না। এ নিয়ে যাত্রীদের মাঝে হতাশা দেখা দিয়েছে, লঞ্চে চলাচল করা যাত্রীরা পরেছেন মহা বিপাকে।

মহিবুল নামের এক যাত্রী বলেন, "আমরা সব সময় লঞ্চে চলাচল করি। এখন শুনলাম বরগুনা রুটের লঞ্চ নাকি মালিকপক্ষ বন্ধ করে দিয়েছে। এতে আমরা যারা লঞ্চে চলাচল করি, তাদের সমস্যা হবে।"

বরগুনা থেকে ছেড়ে যাওয়া এমভি রাজহংস-৮ লঞ্চের মাস্টার বলেন, তেলের দাম বৃদ্ধির কারণে ভাড়া একটু বৃদ্ধি, যার কারণে যাত্রী কম।

ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া এক যাত্রী কে এম রাজীব রায়হান বলেন, অতিরিক্ত কেবিন ভাড়া ও ডেকেও বেশি ভাড়া নেওয়ার কারণে যাত্রী কমে গেছে, এছাড়াও কেবিন নিয়ে সিন্ডিকেট তো আছেই যার কারণে আমাদের সুরক্ষিত যাতায়াতের পথ বন্ধ হয়ে গেলো।

এছাড়াও বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলে জানা যায়, অতিরিক্ত ভাড়া এবং লঞ্চ কর্তৃপক্ষের কিছু খামখেয়ালীপনার কারণেই যাত্রী কম হচ্ছে, যার কারণে আজ থেকে সম্পূর্ণভাবে লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেলো।

এ বিষয়ে বরগুনা জেলার পোর্ট অফিসার নিয়াজ মাহমুদ বলেন, আজকে বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে সঠিক সময় লঞ্চ ছেড়ে গেছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধের বিষয়টি আমরা সম্পূর্ণরূপে নিশ্চিত হতে পারি নি। তবে আমি জানতে পেরেছি, বরগুনার উদ্দেশ্যে ছেড়ে আসা ঢাকার লঞ্চ ঘাট থেকে সরিয়ে নিয়েছে, তাই আজ ঢাকা থেকে কোন লঞ্চ ছেড়ে আসে নি।

Link copied