ঢাকাসহ ১৪ জেলায় বৃষ্টিপাতের সম্ভবনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৭ এএম


ঢাকাসহ ১৪ জেলায় বৃষ্টিপাতের সম্ভবনা

ছবিঃ প্রতীকি

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী পাঁচদিন সারা দেশেই বৃষ্টি থাকবে। গত কয়েকদিনের অসহ্য তাপমাত্রা আজকের মধ্যেই কমে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন আজ (সোমবার) এ তথ্য জানান।

রাজধানী ঢাকাসহ দেশের ১৪ জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে। 

দেশের ৩৫ জেলায় রবিবারের মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি দিতে আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) বৃষ্টি বাড়তে পারে। এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

পাশাপাশি দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও অনুমান করা হচ্ছে। এতে একাধিক অঞ্চল থেকে তাপপ্রবাহ কমে আসতে পারে।

জানা যায়, রাজশাহী, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

Link copied