সৌদি প্রো লিগে রোনালদোর গোল ঝড়
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:০৩ এএম

ছবিঃ প্রতীকী
গতরাতে সৌদি আরবের প্রাণকেন্দ্র মক্কার কিং আব্দুল আজিজ স্টেডিয়ামে, সৌদি প্রো লিগের অন্যতম ম্যাচে, ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বে থাকা আল নাসরের মুখোমুখি হয় আল ওয়েহদা।
এই ম্যাচে মক্কার স্টেডিয়াম সহ পুরো সৌদি আরবকে নিজের রঙ্গে রাঙ্গিয়েছেন আল নাসরের অধিনায়ক এবং পর্তুগীজ তারকা ক্রিশিয়ানো রোনালদো। পুরো বিশ্বকে করেছেন অবাক ৩৮ বছর বয়সী এই ফুটবলার। আল ওয়েহদা কে ৪-০ গোলে ভাসিয়ে দিয়েছেন রোনালদো'রা।
৪-০ গোল ব্যবধানে জয়লাভের এই ম্যাচে একাই ৪ গোল দিয়ে সৌদি আরব সহ বিশ্ববাসীকে আবারো নিজের আসল জাত চিনান এই পর্তুগীজ তারকা। তাছাড়াও ক্রিশ্চিয়ানো রোনালদো এই এক ম্যাচেই স্পর্শ করেছেন বিভিন্ন রেকর্ড।
আল উহেদা'র বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্ব মাঠে নামে আল নাসর, প্রথম গোল আসতে সময় নেয় ২১ মিনিট। আল গারিবের এসিস্ট থেকে দলকে ১-০ গোলের লিড এনে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪০ মিনিটের মাথায় নিজের ২য় গোল করেন ক্রিশ্চিয়ানো, সেই সাথে লিগ ক্যারিয়ারে ৫০০ গোল পূরণ করেন এই ফুটবল জাদুকর।
ম্যাচের দ্বিতীয়ার্ধ চলাকালীন ৫৩ মিনিটের মাথায় ডি-বক্সের ভেতরে ওয়েহদা'র প্লেয়ারের হাতে বল স্পর্শ করলে পেনাল্টি পায় আল নাসর। পেনাল্টিকে অতি সহজে গোলে রুপান্তরিত করেন ক্রিশ্চিয়ানো রোনালদো, সেই সাথে নিজের ক্যারিয়ারের ৬১ তম এবং সৌদি লিগে নিজের প্রথম হ্যাট্রিক পূরণ করেন এই ফুটবল সম্রাট।
৬১ মিনিটের মাথায় দুর থেকে একাই আক্রমণ সাঁজিয়ে এক অসাধারণ গোলের মাধ্যমে ৪-০ গোল ব্যবধান করেন এবং জয় নিয়ে মাঠ ছাড়েন রোনালদো'রা।
এই জয় শেষে ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের শীর্ষে অবস্থান করছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। এরিমধ্যে সৌদি প্রো লিগে রোনালদোর গোল সংখ্যা গিয়ে দাড়ালো ৫।
আগামী ১৭ ফ্রেব্রুয়ারী শুক্রবার, সৌদি প্রো লিগের অপর ম্যাচে আল নাসর এফসি নিজেদের ঘরের মাঠে মুখোমুখি হবে আল তাওউন এর সাথে। ম্যাচটি শুরু হবে সৌদি লোকাল টাইম সন্ধ্যা ৬:০০ টায় এবং বাংলাদেশ টাইম রাত ৯:০০ টায়।