সৌদি প্রো লিগে রোনালদোর গোল যাত্রা শুরু
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:১৩ এএম

ছবিঃ সংগৃহীত
সৌদি আরবের স্থানীয় টাইম সন্ধ্যা ৬:০০ টায় এবং বাংলাদেশ টাইম রাত ৯:০০ টায়, সৌদি প্রো লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় সৌদি আরবের অন্যতম দুই জনপ্রিয় ক্লাব আল নাসর-আল ফাতেহ।
ম্যাচের এক্সট্রা টাইমে পেনাল্টি শুট থেকে সফল ভাবে জালে বল পাঠানোর মাধ্যমে সৌদি প্রো লিগে নিজের প্রথম গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর আগে সৌদি প্রো লিগে তিন ম্যাচ খেললেও স্কোর খাতায় নাম লেখাতে পারেননি এই পর্তুগীজ তারকা।
পূর্ণ সময়ের খেলায় ম্যাচের ১২ মিনিটেই আল নাসরের জালে বল পাঠিয়ে দেন আল ফাতেহ এর ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো টেল্লো। তবে প্রথমার্ধের শেষ দিকে তালিস্কার অসাধারণ এক গোলে সমতায় ফিরে আল নাসর।
ম্যাচের ৫৮ মিনিটের মাথায় লেফট উইং থেকে আসা বলকে পায়ের স্পর্শে আল-নাসরের গোল কিপারকে ফাঁকি দিয়ে জালে বেড়ান আল ফাতেহ'র আরেক ফরোয়ার্ড বেনডেবকা। খেলার মূল টাইম ৯০ মিনিট শেষে ২-১ গোলে পিছিয়ে ছিলো রোনালদোর আল নাসর এফসি।
মূল টাইম ৯০ মিনিট শেষে ৭ মিনিট এক্সট্রা টাইম পায় দুদল। এক্সট্রা টাইমের শুরুতেই ডিবক্সের ভেতরে আল ফাতেহ'র ডিফেন্ডারের করা ফাউল থেকে পেনাল্টি পায় আল নাসর। পেনাল্টি শুট থেকে ম্যাচের ৯৩ মিনিটের মাথায় সফল ভাবে গোলের মাধ্যমে সৌদি প্রো লিগে নিজের প্রথম গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
সৌদি প্রো লিগে এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট নিয়ে টেবেলের শীর্ষে রয়েছে আল নাসর এফসি। ১ ম্যাচ বেশি খেলে সমান ৩৪ পয়েন্ট নিয়ে টেবেলের ২য় স্থানে অবস্থান করছে আল সাবাব। সৌদি প্রো লিগ শিরোপার অন্যতম দাবিদার আল হিলালের অবস্থান এখন ৩য় স্থানে।
আগামী ৯ ই ফ্রেব্রুয়ারী সৌদি প্রো লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আল উহেদা'র বিপক্ষে মাঠে নামবে ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বে থাকা আল নাসর এফসি।