জয় দিয়েই যাত্রা শুরু হলো রোনালদোর

মোহাম্মদ ফয়সাল উদ্দিন, জেদ্দা

প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৩, ০৬:৪৩ এএম


জয় দিয়েই যাত্রা শুরু হলো রোনালদোর

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন ঠিকানা সৌদি আরবের ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদোর অভিষেক হয়েছে আগেই। অপেক্ষা ছিল আসল অভিষেকের। অবশেষে রোববার রাতে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। সৌদিয়ান ক্লাব আল নাসেরের জার্সিতে স্বপ্নযাত্রা যাত্রা শুরু হয়ে গেল। জয় দিয়ে পর্তুগিজ যুবরাজকে বরণ করে নিয়েছে আল নাসের।

গতকাল রাতে সৌদি সুপার কাপে রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে (মারসুল পার্ক) মুখোমুখি হয় সৌদি আরবের অন্যতম দুই জনপ্রিয় ক্লাব আল নাসের বনাম আল ইত্তেফাক।

রোনালদোর অভিষেক ম্যাচে ১-০ গোল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসের। যদিও এ ম্যাচে গোলের দেখা পায় নি রোনালদো। ঘরের মাঠে ম্যাচের ৩১ মিনিটে একমাত্র গোলটি করেন ২৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরওয়ার্ড তালিস্কা।

স্বস্তির এই জয়ে সৌদি প্রো-লিগ টেবিলের শীর্ষে ফিরল আল নাসের। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট তাদের। এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্ট পিছিয়ে দুইয়ে নেমে গেছে আল হিলাল। তিনে থাকা আল ইত্তিহাদের ১৪ ম্যাচে সংগ্রহ ৩১ পয়েন্ট। ২৮ পয়েন্ট নিয়ে যথারীতি টেবিলের চতুর্থ স্থানে থাকল আল শাবাব। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার দশে থাকল ইত্তিফাক এফসি।

পুরো ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরম্যান্স ছিলো চোখ ধাধানী। খেলায় পুরো সময়ে বেশ কিছু সুযোগ তৈরি করেছিলো এই পর্তুগীজ তারকা এবং ম্যাচের সর্বোচ্চ প্লেয়ার রেটিং পয়েন্ট ৪.৫ ছিলো রোনালদোর দখলে।

সৌদি সুপার কাপে আগামী ২৬ শে জানুয়ারী আল ইত্তেহাদ এর বিপক্ষে মাঠে নামবে আল নাসর এফসি।

Link copied