প্রজন্মকে ফুটবলে মাতিয়ে রাখা দুই জাদুকরের জন্মদিন আজ
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৩৬ এএম

ছবিঃ সংগৃহীত
৫ ই ফ্রেব্রুয়ারী, দিনটি অন্যান্য দিনের মতো সাধারণ দিন হলেও ফুটবল প্রেমী প্রজন্মের কাছে দিনটি একটু অন্যরকম। এই দিনেই ফুটবলের দুই জাদুকর তাদের আলো ছড়াতে পৃথিবীতে আগমন করে।
রোনালদো-নেইমারের বয়েসের পার্থক্য ৭ বছর। আজকের দিনে ক্রিশ্চিয়ানো রোনালদোর পা রাখা হলো ৩৮ বছরে অন্যদিকে নেইমার জুনিয়র পা রাখলেন ৩১ বছরে।
১৯৮৫ সালের আজকের এই দিনে ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের মাদেইরার ফাঞ্চাল নামক একটা ছোট দ্বীপে জন্মগ্রহণ করেন। পরিবারের চার সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার বাবার প্রিয় অভিনেতা এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের নামানুসারে নামকরণ করা হয়েছিল তার।
নেইমার জুনিয়র ১৯৯২ সালের আজকের এই দিনে মা নাদিন সান্তোস এবং বাবা একজন প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবল খেলোয়াড় নেইমার সান্তোস সিনিয়রের ঘরে জন্মগ্রহণ করেন।
রোনালদোকে আজকের রোনালদো হতে ডিঙিয়ে আসতে হয়েছে শত প্রতিকুল পরিস্থিতি। ৩৮ বছরে পা রাখা রোনালদো খেলছেন বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরে। ইউরোপে কাঁপানো রোনালদো, ১১৪৮ ম্যাচ খেলে ৮২০ গোল নিয়ে এখন পর্যন্ত সর্বকালের সেরা গোল স্কোরার এই পর্তুগীজ তারকা। নিজের নামের সাথে যুক্ত করেছেন শত রেকর্ড আর শিরোপা।
নেইমার জুনিয়র ফ্রান্স জায়ান্ট পিএসজি(প্যারিস সেন্ট জার্মেইন)'র হয়ে খেলছেন বর্তমানে লিওনেল মেসির সতীর্থ হয়ে। আন্তর্জাতিক পর্যায়ে ৭০৪ ম্যাচ খেলে ৪৩৫ গোল করেছেন এই ব্রাজিলিয়ান তারকা।
ফুটবলকে ভালবাসা কোটি মানুষের অনুপ্রেরণার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো এবং নেইমার জুনিয়র। পুরো একটি প্রজন্মকে ফুটবলে মাতিয়ে রেখেছেন এই দুই জাদুকর। ফুটবল প্রেমীদের কতো শত রাতের ঘুম কেড়ে নিয়েছে এই দুই ফুটবল জাদুকর তা বলা বাহুল্য। তাদের জয়ে যেমন হাসিয়েছে, পরাজয়ে তেমনি কাঁধিয়েছে কোটি ফুটবল ভক্তদের।
ক্রিশ্চিয়ানো রোনালদো এবং নেইমার জুনিয়রের মনোবল, আত্মবিশ্বাস এবং পরিশ্রমী মনোভাব এই প্রজন্মের জন্য অনুপ্রেরণা। এই ফুটবলপ্রেমী প্রজন্ম তাদের আরো দীর্ঘ সময় মাঠের খেলায় দেখতে চায়।
ফুটবলের দুই জাদুকরের জন্মদিনে, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল "একাত্তর পোস্ট" এর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভকামনা থাকলো প্রজন্মের সেরা এই ক্রীড়াবিদদের জন্য।