বরগুনায় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বরগুনা শ্রমিকলীগের আয়োজনে পালিত হলো দোয়া, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান।
১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর কোল আলোকিত করে এক কন্যা সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় শেখ হাসিনা।
যিনি জন্মের পরেই দেখেছেন সংগ্রাম, একটু বুঝ হওয়ার পর দেখেছেন বাবার কারাজীবন, এরপরে স্বাধীনতা যুদ্ধ। দেখেছেন বাবার প্রতি অন্যায় অত্যাচার।
এতো জীবনযুদ্ধের মধ্যেও বাবার স্বপ্ন পূরণ করেছেন তিনি, হয়েছেন প্রধানমন্ত্রী, বিচার করেছেন যুদ্ধাপরাধীদের।
আজ ২৮ সেপ্টেম্বর আসর নামাজবাদ জেলা শ্রমিকলীগ সভাপতি মো. হালিম মোল্লা'র আয়োজনে দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা-১ (বরগুনা, আমতলী, তালতলী) আসনের নৌকা মার্কার নমিনেশন প্রার্থী মো. খলিলুর রহমান, বরগুনা জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ হালিম মোল্লা, বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা, বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান সহ অনান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতারা তাদের বক্তব্যে বলেন, যতোদিন বঙ্গবন্ধু কন্যা এ দেশের হাল ধরে আছেন ততদিন দেশের মানুষ মায়ের কোলে বসবাস করছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। এ দেশের মানুষকে শান্তিতে রাখতে হলে শেখ হাসিনার বিকল্প নাই।