ক্লাব বিশ্বকাপের ফাইনালে সৌদি ক্লাব আল হিলালের প্রতিপক্ষ মাদ্রিদ
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৩৮ এএম

ছবিঃ সংগৃহীত
ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় মিশরের ক্লাব আল আহলি। ম্যাচটিতে ৪-১ গোলে মিশরের ক্লাব আল আহলি'কে উড়িয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালের টিকেট নিশ্চিত করেছে স্পেন জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
মরক্কো'র প্রিন্স মৌলে আবদেল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বেশ ধাপটে ছিলো রিয়াল মাদ্রিদ। অ্যাটাক-কাউন্টার অ্যাটাকে গোল শুণ্য থাকে প্রথমার্ধের ৪১ মিনিট পর্যন্ত। খেলার ৪২ মিনিটের মাথায় আল আহলি ডিফেন্ডারের করা ভুল থেকে বল পায় ভিনিসিয়াস জুনিয়র, তার গ্রেট ফিনিশিং দিয়ে সুযোগ টা কাজে লাগান এবং মাদ্রিদ কে ১-০ গোলের লিড এনে দেয় ভিনি। ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে রিয়াল মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ভালভার্দের গোলে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল মাদ্রিদ। তবে খেলার ৬৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে এক গোল পরিশোধের সুযোগ পান আল আহলি। মালুল পেনাল্টি থেকে সফল ভাবে গোল করে ব্যবধান কমিয়ে ২-১ গোলে নিয়ে আসেন স্কোর।
ম্যাচের মূল টাইম ৯০ মিনিট ২-১ গোলেই কাটে, তবে মূলটাইম শেষে এক্সট্রা টাইমের ২ মিনিটের মাথায় রুদ্রিগোর গোলে জয় প্রায় নিশ্চিত করে নেয় রিয়াল মাদ্রিদ। এক্সট্রা টাইমের ৮ মিনিটের মাথায় আরেক গোল দিয়ে ১ হালি পূরণ করেন রিয়াল মাদ্রিদ। ফুলটাইম শেষে ৪-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ে ক্লাব ফুটবল বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে উয়েফা চ্যাম্পিয়ন্সরা।
আগামী ১১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে ক্লাব ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, সেখানে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ থাকবে সৌদি আরবের ক্লাব এবং এএফসি চ্যাম্পিয়ন আল হিলাল। প্রথম সেমি ফাইনালে ব্রাজিলের ক্লাব ফ্লেমেঙ্গোকে ৩-২ গোলে হারায় আল হিলাল এফসি।
মরক্কো'র প্রিন্স আবদেল্লাহ স্টেডিয়ামে আগামী ১১ ফ্রেব্রুয়ারী ক্লাব ফুটবল বিশ্বকাপের এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে সৌদি আরবের টাইম রাত ১১:০০ টা এবং বাংলাদেশ টাইম রাত ০১:০০ টায়।
৬ টি ফেডারেশনের ৭ টি দল নিয়ে অনুষ্ঠিত এই বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। এখন পর্যন্ত সর্বোচ্ছ ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ।
সৌদির আল হিলাল প্রথম বারের মতো হতে পারবে বিশ্ব চ্যাম্পিয়ন নাকি রিয়াল মাদ্রিদ ৫ম বারের মতো ঘরে তুলবে এই ক্লাব বিশ্বকাপের শিরোপা, তা দেখতে চোখ রাখতে হবে ম্যাচের ইন্ডিং বাঁশির আওয়াজ পর্যন্ত। সৌদি আরবের ফুটবল ভক্তরা আশাবাদী আল হিলাল এবারের ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবেন।