মেসি যে পুরস্কারটি এখনো পাননি
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২, ১০:২৫ এএম

ছবিঃ সংগৃহীত
আর্জেন্টিনাকে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছেন লিওনেল মেসি। নিজের ব্যক্তিগত সংগ্রহশালাতেও ফুটবলের সবচেয়ে বড় ট্রফির স্বাদ পেয়েছেন। এবারসহ দুবার গোল্ডেন বল জিতেছেন। এ ছাড়া নিজের ক্যারিয়ারে অসংখ্যবার ব্যালন ডি’অর ও ফিফা বেস্ট পুরস্কার জিতেছেন।
কিন্তু ব্যক্তিগত পর্যায়ে একটা পুরস্কার এখনো অধরা রয়ে গেছে মেসির। জাতীয় দল ও ক্লাব পর্যায়ে দুবার গোল্ডেন বল জিতলেও ‘গোল্ডেন ফুট’ তাঁর জেতা হয়নি।
মর্যাদার দিক থেকে শীর্ষ কিছু না হওয়াতেই হয়তো গোল্ডেন ফুট নিয়ে আলোচনা হয় কম। তবে বিশ্ব ফুটবলে গত দুই দশকের প্রায় সব সেরা খেলোয়াড়ই এরই মধ্যে পুরস্কারটি জিতে নিয়েছেন। বাকি আছেন আর্জেন্টাইন তারকা।
উল্লেখ্য, ‘গোল্ডেন ফুট’ পুরস্কারটি গত ২০ বছর ধরে দেওয়া হচ্ছে। অতীতে বিশ্ব ফুটবলের বহু তারকা এই পুরস্কার জিতেছেন। তবে এই পুরস্কার পাওয়ার জন্য ফুটবলারের বয়স অন্তত ২৮ বছর হতে হয়।
প্রতি বছর সাংবাদিকরা ভোট দিয়ে বেছে নেন এই পুরস্কারের বিজেতা। মেসির বয়স ৩৫ বছর। অর্থাৎ গত সাত বছরে এই পুরস্কার জেতার সৌভাগ্য হয়নি তার। একজন ফুটবলার তার ক্যারিয়ারে এই পুরস্কার একবারই জিততে পারেন।
গত বুধবার রাতে মোনাকোয় আয়োজিত অনুষ্ঠানে ২০২২ গোল্ডেন ফুট জিতেছেন পোল্যান্ডের বার্সেলোনা ফরোয়ার্ড রবার্ট লেভানডভস্কি। এর আগে ২০২১ সালে মোহাম্মদ সালাহ এবং ২০২০ সালে ক্রিস্টিয়ানো রোনালদো পুরস্কারটি জিতেছিলেন।
কিন্তু মেসির কাছে এখনো অধরা রয়ে গেছে এই পুরস্কার।