আইপিএলে নতুন রেকর্ড গড়লেন সিরাজ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৩, ০৫:৩১ পিএম


আইপিএলে নতুন রেকর্ড গড়লেন সিরাজ

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত এক বছর ধরে নজরকাড়া নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন মোহাম্মদ সিরাজ। আর এই ফর্ম ধরে রেখেই আইপিএলের ১৬ তম আসরের ৫ম ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে মুম্বাই ইন্ডিয়ানস এর বিরুদ্ধে মাঠে নেমেছেন তিনি।

ফর্মে থাকা এই বোলার দুর্দান্ত বোলিং করায় প্রথম ৫ ওভারের মধ্যে তার ৩ ওভার শেষ করে ফেলেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। ৩ ওভারে মাত্র ৫ রান দিয়ে নেন ইশান কিশান এর মতো মহা মূল্যবান উইকেট।

এরপর সিরাজের বাকি এক ওভার শেষ হতে অপেক্ষা করতে হয় ইনিংসের প্রায় শেষ পর্যন্ত। ১৯তম ওভারে ফের ডানহাতি এই পেসারের হাতে বল তুলে দেন ডু প্লেসি। এবার সিরাজ গড়েন 'অদ্ভূত' এক রেকর্ড।

৬ বলে ওভার হয়ে থাকলেও ১৯তম ওভারে মোট ১১টি ডেলিভারি করেছেন সিরাজ। আইপিএলের ইতিহাসে এবারই প্রথমবার ঘটলো এমন ঘটনা।

আগের ওভারগুলোর মতো এবারও শুরুটা বেশ ভালো ছিল সিরাজের। প্রথম দুই বলে দেন মাত্র ১ রান। এরপরই খেই হারিয়ে ফেলেন। টানা চারটি বল ওয়াইড দিয়ে বসেন ব্যাঙ্গালুরু পেসার।

তৃতীয় আর চতুর্থ বলটি ভালোভাবে করলেও পঞ্চম বলে আবার ওয়াইড। শেষ পর্যন্ত ১ ওভারে ১১টি বল (বৈধ অবৈধ মিলিয়ে) করতে হয় সিরাজকে। ওই ওভারে ১৬ রান খরচ করেন সিরাজ।

সব মিলিয়ে ৪ ওভারে সিরাজ ২১ রান দিয়ে নেন একটি উইকেট।

Link copied