বোলারদের র‍্যাংকিংয়ে ফের শীর্ষে ভারতের সিরাজ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৬ পিএম


বোলারদের র‍্যাংকিংয়ে ফের শীর্ষে ভারতের সিরাজ

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল করেছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। সদ্য শেষ হওয়া এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে ৬ উইকেট শিকারের স্বীকৃতি হিসেবে তালিংকার শীর্ষে ফিরেছেন সিরিজ। দ্বিতীয়বারের মত র‌্যাংকিংয়ে শীর্ষে ফিরেছেন তিনি।

এর আগে ওয়ানডেতে বোলারদের র‌্যাংকিংয়ে নম্বর ওয়ান ছিলেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড। তাকে সেই অবস্থান থেকে সরিয়ে দিয়েছেন সিরাজ।

সিরাজ শীর্ষে উঠে আসায় দুইয়ে নেমে গেছেন হ্যাজেলউড। তবে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট এক ধাপ নিচে তথা তিনে এবং অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৩ ধাপ পিছিয়ে নেমে গেছেন ষষ্ঠ স্থানে। অন্যদিকে আফগানিস্তানের দুই স্পিনার মুজিব উর রহমান (৪) ও রশিদ খান (৫) এগিয়েছেন এক ধাপ করে।

এর বাইরে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজ লম্বা লাফ দিয়েছেন। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরেও পাঁচ ম্যাচের সিরিজ ঘরে তুলেছে প্রোটিয়ারা। সেই সিরিজের শেষ ম্যাচে ৪ উইকেটসহ পুরো সিরিজে ১৬.৮৭ গড়ে ৮ উইকেট নিয়েছেন মহারাজ। আর তাতে ১০ ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠে এসেছেন তিনি।

এশিয়া কাপের ফাইনালে ২১ রানে ৬ উইকেট নেন সিরাজ। যার মধ্যে ছিল  এক ওভারে ৪ উইকেট। দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ফাইনালের সেরা খেলোয়াড়ও হন সিরাজ। পুরো টুর্নামেন্টে ১০ উইকেট নেন ভারতের শিরোপা জয়ে বড় অবদান রাখা সিরাজ। এর ফলে র‌্যাংকিংয়ে ৮ ধাপ এগিয়ে ৬৯৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেন।

বোলারদের র‍্যাংকিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান সাকিব আল হাসানের। টাইগারদের দলপতি আছেন ১৪তম স্থানে। এছাড়া তিন ধাপ পিছিয়ে ২৯তম স্থানে নেমে গেছেন মোস্তাফিজুর রহমান।  

Link copied