অপেক্ষার পালা শেষে পর্দা উঠল এশিয়া কাপের
প্রকাশিত: ৩০ অগাস্ট ২০২৩, ১০:২৩ এএম

ছবিঃ সংগৃহীত
অপেক্ষায় পালা শেষ। পর্দা উঠল এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শ্রেষ্ঠত্বের লড়াই ‘এশিয়া কাপ’-এর।
এবারের আসরের প্রথম দিন মাঠে নেমেছে পাকিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ প্রথমবারের মতো এশিয়া কাপে অংশ নেওয়া নেপাল।
বুধবার (৩০ আগস্ট) পাকিস্তানের মুলতানে উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাবর আজমরা।
এবারের এশিয়া কাপের অন্যতম ফেভারিট পাকিস্তান। অন্যদিকে শক্তির বিচারে বেশ পিছিয়ে নেপাল। তবে নেপালকে হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান। জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করতে চায় তারা।