ম্যাচসেরা পুরস্কারের পুরো টাকা মাঠকর্মীদের দিলেন সিরাজ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪১ এএম


ম্যাচসেরা পুরস্কারের পুরো টাকা মাঠকর্মীদের দিলেন সিরাজ

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এক ওভারেই ৪ উইকেট নেন সিরাজ, গড়েন ১৬ বলে দ্রুততম ৫ উইকেট নেওয়ার কীর্তি। মাঠের পারফরম্যান্সে সবাইকে বুদ করে রাখা ভারতের ডানহাতি এই পেসার ম্যাচ শেষেও মুগ্ধতা ছড়িয়েছেন।

শ্রীলঙ্কায় টানা বৃষ্টিপাতের মধ্যেও এশিয়া কাপে সুপার ফোরের সব ম্যাচই আয়োজন করা সম্ভব হয়েছে শুধুমাত্র গ্রাউন্ডসম্যানদের আপ্রাণ চেষ্টায়। কিউরেটর থেকে মাঠকর্মী, যারা অক্লান্ত পরিশ্রম করে প্রশংসা কুড়িয়েছেন। এরই ধারাবাহিকতায় ভারত-শ্রীলঙ্কা ফাইনালেও বৃষ্টির পর দ্রুত মাঠ শুকান গ্রাউন্ডসম্যানরা। তাই বলতে গেলে এশিয়া কাপ মাঠে ফিরিয়েছেন গ্রাউন্ডসম্যানরা।

মাঠকর্মীদের প্রতি কৃতজ্ঞতাও জানাতে ভুলেননি সিরাজ। কারণ ফাইনাল ম্যাচ মাঠে গড়ানোর আগে বৃষ্টির কারণে ৪০ মিনিট খেলা বন্ধ ছিল।

শুধু ফাইনাল নয়, এবারের আসরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়া প্রায় সব ম্যাচেই ছিল বৃষ্টির চোখ রাঙানি। তবে মাঠকর্মীরা তা দারুণ দক্ষতায় সামাল দিয়েছে একটি ম্যাচ (ভারত-পাকিস্তান) বাদে সব কয়টি ম্যাচ মাঠে গড়িয়েছে বৃষ্টির পরও।

তাই সিরাজের চোখে ওরাই নায়ক। তাই নিজের ম্যাচ-সেরার পুরস্কার তাদের মধ্যে বিলিয়ে দেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, এই পুরস্কার কলম্বোর মাঠকর্মীদের প্রাপ্য। তারা না থাকলে এই প্রতিযোগিতা আয়োজন করাই যেত না। তাই এই টাকা তাদের হাতে তুলে দিতে চাই।

Link copied