টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না প্রকাশের

শাহজাহান ইসলাম লেলিন, কিশোরগঞ্জ (নীলফামারী)

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৬ এএম


টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না প্রকাশের

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্নাতক/ সমমানের প্রথম বর্ষের শিক্ষার্থী প্রকাশ চন্দ্র রায়। দরিদ্র পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না বহন করা চিকিৎসার খরচ। দীর্ঘদিন ধরে চিকিৎসাবিহীন অবস্থায় পড়ে রয়েছে বাড়িতে। 

প্রকাশ চন্দ্র রায় নীলফামারীর কিশোরগঞ্জের পুটিমারি ইউপির খানা পাড়া গ্রামের বাট্রু রায়ের ছেলে ও কিশোরীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী।  

ছোট্ট থেকেই স্বপ্ন ফুটবলার হওয়ার স্বপ্ন। অনুশীলন করেন স্থানীয় ফুটবল একাডেমিতে। গত ২ মাস আগে অনুশীলনের সময় তার বাম পায়ে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়লে পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নেওয়া হয়।

শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক্স বিভাগে নেওয়া হলে বাম পায়ের লিগামেন্ট জরুরী ভাবে অস্ত্রপচার করতে বলেন চিকিৎসক। অস্ত্রপাচার করতে ৩ লাখ টাকা লাগবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। প্রকাশের পিতা বাট্রু দিনমজুর হওয়ায় তার পক্ষে এত টাকা ব্যয় করা সম্ভব নয়। ছেলেকে বাঁচাতে প্রধানমন্ত্রীসহ দেশের বিত্তবান ব্যক্তিদের কাছে মানবিক সাহায্য চেয়েছেন তিনি। 

প্রকাশ চন্দ্র রায় বলেন, আমি ভালো হয়ে খেলতে চাই মাঠে। আমি জেলা শেখ রাসেল স্টেডিয়াম থেকে শুরু করে কিশোরগঞ্জ ফুটবল একাডেমির হয়ে অনেক জায়গায় খেলেছি। আমি জাতীয় দলে খেলার স্বপ্ন দেখি। আমি আবারও মাঠে খেলতে চাই।  

Link copied