চিকিৎসা সেবার বাইরে সিটি কর্পোরেশনের কাজও আমরা করে যাচ্ছি: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০১:২২ পিএম

ছবিঃ সংগৃহীত
চিকিৎসা সেবার বাইরে সিটি কর্পোরেশনের কাজও আমরা করে যাচ্ছি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
রোববার (১০ সেপ্টেম্বর) সাভারের আশুলিয়ার জিরানীতে বাংলাদেশ-কোরিয়া মৈত্রী হাসপাতালে কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (কইকা) অন্ধত্ব প্রতিরোধে দক্ষিণ কোরিয়ার অর্থায়নে চলমান একটি প্রকল্পের মেয়াদ শেষে সরকারের কাছে হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসার বাইরেও আমরা সচেতনতামূলক কাজ করে যাচ্ছি। যেই কাজটি সিটি কর্পোরেশনের, সেই কাজটিও আমরা করছি।
তিনি আরও বলেন, এ পর্যন্ত প্রায় দেড় লাখ লোক আক্রান্ত হয়েছে। গতকালও দুই হাজারের মতো রোগী পেয়েছি, ১৫ জন মৃত্যুবরণ করেছে। এখনো হাসপাতালে প্রায় ১০ হাজার রোগী আছে। আমরা কিন্তু চিকিৎসা দিয়ে চলেছি। আপনাদের বলতে হবে, যেন প্রত্যেক জায়গায় মশা নিধনের জন্য স্প্রে করে, পানি যাতে জমে না থাকে, ময়লা পরিষ্কার করতে হবে। শুধু ঢাকা শহরে নয়, সারা দেশে বছরব্যাপী করতে হবে। তবেই মশা মরবে, ডেঙ্গু রোগী এবং মৃত্যু কমবে। এর বাইরে আমাদের আর কিছু বলার নাই।