ডেঙ্গুর চিকিৎসা ব্যবস্থায় কোনো ঘাটতি নেইঃ স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৪ এএম


ডেঙ্গুর চিকিৎসা ব্যবস্থায় কোনো ঘাটতি নেইঃ স্বাস্থ্যমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা ব্যবস্থায় কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, তবে এডিস মশা নিধনে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা না নিলে সংকট কাটবে না। 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে গর্ভকালীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে এক জাতীয় কনফারেন্সের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

দেশের ৬৩ জেলাতেই ডেঙ্গু রোগী পাওয়া গেছে বলেও জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী এডিস মশা নিধনে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি জানান, সংকট কাটাতে দ্রুতই দেশে আসবে ৭ লাখ ব্যাগ স্যালাইন।

অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফসহ আন্তর্জাতিক দাতা সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ চিকিৎসকরা অংশ নেন।

Link copied