দানবাক্সে পাওয়া গেল ৪ কোটি ১৮ লাখ টাকা
প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৩, ০৩:১০ পিএম

ছবিঃ সংগৃহীত
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের আটটি দানবাক্স খোলা হয়েছে। এবার সেখানে সর্বোচ্চ ২০ বস্তা টাকা পাওয়া গেছে।
এতে টাকা ছাড়াও ডলার, পাউন্ড, রিয়াল, রিঙ্গিত ও দিনারসহ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গেছে।
এবার সেগুলোতে পাওয়া গেছে রেকর্ড ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা।
শনিবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় দানবাক্সগুলো খোলা হয়। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০২২ সালের ১ অক্টোবর ৩ মাস ১ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন রেকর্ড ৩ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৮৮২ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল। এবার ৩ মাস ৬ দিন পর দানবাক্স খোলা হয়েছে।