অতি নিকটে সুদিন আসছে: সাবেক সংসদ সদস্য বিলকিস

শাহজাহান ইসলাম লেলিন, কিশোরগঞ্জ (নীলফামারী)

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৬ পিএম


অতি নিকটে সুদিন আসছে: সাবেক সংসদ সদস্য বিলকিস

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাল ডিমের দাম বেশী, দেশের উন্নয়নের সুফল আমরা পাইনি। আমরা তৃণমূলের মানুষ উন্নয়ন সুফল পাইনি। অতি নিকটে সুদিন আসছে। নেতাকর্মীদের উপস্থিত বলে দেয় সরকারের বিদায় ঘন্টা বেজেছে। প্রধান অতিথি বক্তব্যে এসব মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম স্বপ্না। 

নীলফামারীর কিশোরগঞ্জে বিএনপি'র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার বিকালে শহরের বাদশা টাউন হলে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে এক বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুল্লা-আল মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য বিলকিছ ইসলাম স্বপ্না, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম ও সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সাবেক ছাত্রদল নেতা সফিকুল ইসলাম জনিসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা৷

Link copied