ঢাকাকে হারিয়ে দিলো মাশরাফির সিলেট
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২৩, ১২:১২ পিএম

ছবিঃ সংগৃহীত
ঢাকা পর্বে চার জয় তুলে চট্টগ্রামে এসেছে মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স। এখানে এসেও নিজেদের আধিপত্য বজায় রেখেছে দলটি।
লক্ষ্যটা তেমন বড় ছিল না। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে টানা পঞ্চম ম্যাচ জিততে সিলেট স্ট্রাইকার্সের দরকার ছিল মাত্র ১২৯ রান।
সেই লক্ষ্য তাড়ায় নেমে শুরুটাও দারুণ হয় সিলেটের। তবে মাঝপথে খেই হারায় দলটি।
ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৮ রানে আটকে নাসির হোসেনের ঢাকা। জবাবে ব্যাট করতে নেমে ৪ বল বাকি থাকতে ৫ উইকেটের বড় জয় পায় মাশরাফির সিলেট।