আন্তঃস্কুল খেলায় পটুয়াখালীতে চ্যাম্পিয়ন দুমকী উপজেলার বালিকা দল

মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:১০ পিএম


আন্তঃস্কুল খেলায় পটুয়াখালীতে চ্যাম্পিয়ন দুমকী উপজেলার বালিকা দল

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৫০তম গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর ফুটবল খেলায় পটুয়াখালী জেলায় চ্যাম্পিয়ন হয়েছে দুমকী উপজেলার বালিকা দল।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পটুয়াখালী ডিসি কোর্টের সামনের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জেলার সদর উপজেলাকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দুমকী উপজেলার বালিকা দল। এ উপজেলাকে প্রতিনিধিত্ব করে দুমকী আপতুন নেসা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা দল ।

এর আগে (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার ৫০তম গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধন করেন।

এছাড়া উক্ত প্রতিযোগীতার ফুটবল বিষয়ে দুমকীতে ৬টি বিদ্যালয়ের বালিকাদল অংশ নিয়েছিল বলে একাত্তর পোস্টকে জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াসমিন।

Link copied