জামাই-শ্বাশুড়ি ফেনসিডিল কারবারি, ডিবি'র জালে ৪'শ বোতলসহ আটক

মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৫ পিএম


জামাই-শ্বাশুড়ি ফেনসিডিল কারবারি, ডিবি'র জালে ৪'শ বোতলসহ আটক

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৪'শ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকাসহ পটুয়াখালীর দুমকি থেকে মোসা: আলেয়া বেগম (৫৫) ও মোঃ মহসিন শেখ (৩৮) কে আটক করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। আটক আলেয়া সম্পর্কে মহসিনের চাচী শ্বাশুড়ি। 

আসামি আলেয়া উপজেলার সাতানী গ্রামের মান্নান হাওলাদারে স্ত্রী এবং আসামি মহসিন উপজেলার মৃত আহম্মদ হাওলাদারের একমাত্র মেয়ে রিনা বেগমের স্বামী এবং সে গোপালগঞ্জের কোটালীপাড়ার উত্তর হিরণ গ্রামের মৃত. আঃ আজিজ শেখের ছেলে। 

সূত্র জানায়, মহসিন শ্বশুড় বাড়িতে থাকেন এবং উপজেলার সাতানী কালভার্ট বাজারে ভাঙারির ব্যবসা করেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ ও দুমকী পুলিশের সহায়তায় আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুমকী সাতানীর গ্রামের নিজ বসত বাড়ির পশ্চিম পাশের কলাবাগানে মাটির নিচে পুঁতে রাখা ৪'শ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল বিক্রির নগদ ৬০ হাজার টাকাসহ তাদের আটক করা হয়। 

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান একাত্তর পোস্টকে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। 

Link copied