দুমকী'র লূথার‍্যানে দুর্নীতি: এনজিও বিষয়ক ব্যুরো মহাপরিচালকের পরিদর্শন

রিয়াজুল ইসলাম, পটুয়াখালী

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:২২ পিএম


দুমকী'র লূথার‍্যানে দুর্নীতি: এনজিও বিষয়ক ব্যুরো মহাপরিচালকের পরিদর্শন

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর দুমকীতে এনজিও ব্যুর‍ো পরিচালিত লূথার‍্যান হেলথ কেয়ার বাংলাদেশ( মা ও শিশু হাপাতাল) এর বিভিন্ন দুর্নীতি-অপকর্মসহ নানাবিধ সমস্যা তদন্তে এনজিও বিষয়ক ব্যুরো মহাপরিচালক (গ্রেড-১) শেখ মোঃ মনিরুজ্জামান লূথার‍্যান হেলথ কেয়ার পরিদর্শন করেছেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় লুথার‍্যান হেলথ কেয়ার হাসপাতালের সভাকক্ষে হাসপাতালের প্রধান নির্বাহী গ্রেনার মারাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক গ্রেড-১ শেখ মোঃ মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকী উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান, উপজেলা আ'লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, পরিচালনা বোর্ড সদস্য রেভা: এন্ড্রু বিশ্বাস, উপজেলা আ'লীগ সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, শ্রীরাপুর ইউপি চেয়ারম্যান আজাহার আলী মৃধা, শ্রীরামপুর ইউনিয়ন আ'লীগ সভাপতি নাসির উদ্দিন মৃধা, সাধারণ সম্পাদক কেএম শহিদুল ইসলাম খলিল, দুমকী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন দুলাল প্রমুখ।

প্রধান অতিথি শেখ মোঃ মনিরুজ্জামান বলেন, উপস্থিত সকলের সাথে মত বিনিময় হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লুথার‍্যান হেলথ কেয়ার হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম-দুর্নীতি নিয়ে কর্মচারীরা প্রতিবাদ করায় তৎকালীন পরিচালক ডেভিড ঘোষ কর্মচারীদের বেতন ভাতা বন্ধ করে চাকুরীচ্যুত করেন।

এ নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিরোধ চরম আকার ধারন করে। বেতনভাতা চালু ও চাকুরীচ্যুতদের চাকরীতে পুনর্বহালের দাবিতে গত ২৪এপ্রিল থেকে ১৫মে পর্যন্ত কর্মচারীরা মানববন্ধন ও লাগাতার কর্মবিরতি পালন করে।

Link copied