দক্ষিণাঞ্চলে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে দুমকিতে মতবিনিময় সভা
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দক্ষিণাঞ্চলে সরকারের বিভিন্ন উন্নয়ন দিক তুলে ধরে মতবিনিময় সভা করেছেন পটুয়াখালী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড: আফজাল হোসেন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় কদমতলা কলেজে আয়োজিত ওই মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন জেলা আ'লীগের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ বাবর, উপজেলা আ'লীগের সহ-সভাপতি আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা প্রমুখ।
এর আগে সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস বাজারে লিফলেট বিতরণ করেন জেলা আ'লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা ও পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট সুলতান আহমেদ মৃধা।
পরে ইউনিয়ন আ'লীগ কার্যালয় এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, মুরাদিয়া ইউনিয়ন আ'লীগ আহবায়ক সৈয়দ ফজলুল হক, সদস্য সচিব মাহফুজুর রহমান খান প্রমুখ।