দক্ষিণাঞ্চলে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে দুমকিতে মতবিনিময় সভা

মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৭ পিএম


দক্ষিণাঞ্চলে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে দুমকিতে মতবিনিময় সভা

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দক্ষিণাঞ্চলে সরকারের বিভিন্ন উন্নয়ন দিক তুলে ধরে মতবিনিময় সভা করেছেন পটুয়াখালী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড: আফজাল হোসেন। 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় কদমতলা কলেজে আয়োজিত ওই মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন জেলা আ'লীগের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ বাবর, উপজেলা আ'লীগের সহ-সভাপতি আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা প্রমুখ।

এর আগে সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস বাজারে লিফলেট বিতরণ করেন জেলা আ'লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা ও পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট সুলতান আহমেদ মৃধা। 

পরে ইউনিয়ন আ'লীগ কার্যালয় এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, মুরাদিয়া ইউনিয়ন আ'লীগ আহবায়ক সৈয়দ ফজলুল হক, সদস্য সচিব মাহফুজুর রহমান খান প্রমুখ। 

Link copied