দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৫ এএম


দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ ২ জনকে আটক করেছে দুমকি থানা পুলিশ।

আটক তানভীর হাওলাদার (১৭) পটুয়াখালী সদর উপজেলার কুড়িপাইকা এলাকার ইউনুস হাওলাদারের ছেলে এবং হাবিব বয়াতি (২৭) উপজেলার শ্রীরামপুর গ্রামের সিদ্দিক বয়াতির ছেলে।

বুধবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় থানা ব্রিজ এলাকায় বেল্লালের পার্টসের দোকান সংলগ্ন সড়ক থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবকদের আটক করে। তাদের তল্লাশি চালিয়ে ২৫ গ্রাম গাঁজা ও ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান একাত্তর পোস্টকে জানান, এদের নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।

Link copied