গোয়ালন্দে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:২০ পিএম

ছবিঃ সংগৃহীত
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জানা যায়, বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত সোয়া ৮ টার দিকে জেলার গোয়েন্দা শাখা'র অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান, সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীর ভেতর চেয়ারম্যান গলির জনৈক সোনাই সাহা'র বাড়ীর পারভেজ ষ্টোর নামক মুদি দোকানের সামনে রাস্তার উপর হতে মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শামসু মাস্টারের পাড়া'র মৃত নাজিম উদ্দিন এর ছেলে মো. পারভেজ শেখ (২৪)।
উল্লেখ্য, সিডিএমএস যাচাই করে দেখা যায় যে, আসামি মো. পারভেজ শেখ এর বিরুদ্ধে ৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।