গোয়ালন্দে ৩ আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৭ এএম


গোয়ালন্দে ৩ আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা এলাকায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা কালে জিআর ও নিয়মিত মামলার আসামি সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, জিআর সাজা নং-১১/১২ এর পরোয়ানা ভুক্ত আসামি যশোর সদর উপজেলার রায়মানিক কচুয়া সাতঘরিয়াপাড়া'র মাষ্টার আ. সাত্তার এর ছেলে মো. আব্দুল গাফ্ফার, বর্তমান ঠিকানা দৌলতদিয়া সামছু মাষ্টার পাড়া, নিজামের বাড়ির ভাড়াটিয়া, ২৭(০৯)২৩ এর এজাহার নামীয় আসামি গোয়ালন্দ উপজেলার উত্তর উজানচর মৃত ইসলাম সরদার এর ছেলে মো. আলাউদ্দিন সরদার (৫০) ও ২১(০৮)২৩ এর আসামি উপজেলার জুড়ান মোল্লা পাড়া'র সুরেশ চন্দ্র সাহা'র ছেলে ঝন্টু সাহা (৩৪)।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

এর আগে আসামিদেরকে সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে অভিযান পরিচালনা কালে উপজেলা এলাকার নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সূত্রে আরো জানা যায়, আসামিদেরকে মঙ্গলবার দুপুরেই রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

Link copied