রোড মার্চ সফল করার লক্ষে রাজবাড়ীতে বিএনপির প্রস্তুতি সভা
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০০ এএম

ছবিঃ সংগৃহীত
বর্তমান ভোট বিহীন অবৈধ সরকার দুটি বড় অপরাধ করেছে যা মানুষ কখনো ক্ষমা করবে না। একটি হল সাধারণ মানুষের নামে বেনামে অজ্ঞাত মামলা, গুম, খুন আর অন্যটি হল দেশকে অর্থনৈতিক ভাবে ধ্বংস করা। দেশের টাকা লোপাট করে তারা বিদেশে পাচার করে সাধারণ মানুষ ও দেশকে অর্থনৈতিক দিক দিয়ে পঙ্গু করে ফেলেছে। এক দফা দাবি আদায়ে ও আগামী ৩ অক্টোবর ফরিদপুর বিভাগীয় রোড মার্চ সফল করার লক্ষে রাজবাড়ী জেলা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু এসব কথা বলেন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে গোয়ালন্দ মোড় বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ফরিদপুর জেলা, ফরিদপুর মহানগর ও রাজবাড়ী জেলার আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চেয়ারপার্সনের উপদেস্টা বীর মুক্তি যোদ্ধা জয়নাল আবেদিন ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক শাহাজাদা মিয়া, প্রধান বক্তা ও সমন্বয়কারী হিসেবে বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, ফরিদপুর জেলা বিএনপির আহব্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, রাজবাড়ী জেলা বিএনপির আহব্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু ও সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি এ্যাড. মো. আসলাম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশীদ হারুন সহ কয়েক হাজার বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।