গোয়ালন্দে হেরোইনসহ ৪ মাদক মামলার আসামি গ্রেপ্তার
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের মাদক বিরোধী অভিযানে হেরোইন সহ ৪ মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।
এর আগে বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে দৌলতদিয়াস্থ কে কে এস সেফ হোম গেটের সামনে ঢাকা-রাজবাড়ীগামী মহাসড়কে পাকা রাস্তার উপর চেকপোষ্ট করে যাত্রীবাহী বাসে যাত্রীবেশী মাদক কারবারি মো. লাল খানকে (৩৫) ৪ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া শামসু মাস্টার পাড়ার মো. আ. লতিফ খান এর ছেলে। তার বিরুদ্ধে পূর্বে আরও ৪টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা যায়।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।