গোয়ালন্দে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে পৃথক আনন্দ মিছিল

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৪ পিএম


গোয়ালন্দে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে পৃথক আনন্দ মিছিল

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ ইমাম বাড়া শরীফ ও দৌলতদিয়া আঞ্জুমান-ই কাদেরীয়া খানকা শরীফের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে পৃথক দুটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ১১ মিনিটে প্রথমে গোয়ালন্দ ইমাম বাড়া শরীফ থেকে আনন্দ মিছিল বের হয়ে মহাসড়কের পাশ দিয়ে গোয়ালন্দ বাজার এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে ১০টা ১১ মিনিটে দৌলতদিয়া আঞ্জুমান-ই কাদেরীয়া খানকা শরীফ থেকে মিছিল বের হয়ে মহাসড়কের পাশ দিয়ে দৌলতদিয়া মডেল হাই স্কুল পর্যন্ত প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। দুটি স্থানে ১০-১৫ হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ইমাম বাড়া শরীফের সভাপতি মাহাজুস আলী চেধুরী নাসিম, সাধারণ সম্পাদক গোলাম মাহাবুব, কোষাধ্যক্ষ সুমন মোল্লা, দৌলতদিয়া আঞ্জুমান-ই কাদেরীয়া খানকা শরীফের সভাপতি মুক্তার হোসেন বেপারী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সহকারী কোষাধ্যক্ষ আজিজুল প্রামানিক, হিসাব রক্ষক মোকসেদ হোসেন, ওয়াজউদ্দিন চৌধুরীসহ বিপুল সংখ্যক ভক্ত ও মুরিদান মিছিলে অংশগ্রহণ করেন।

Link copied