রাজবাড়ীতে মহিলা ও কন্যা শিশুদের উন্নয়নে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৭ পিএম

ছবিঃ একাত্তর পোস্ট
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অবহেলিত নারী ও কন্যা শিশুদের উন্নয়নে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু'র সভাপতিত্বে ও আলো প্রোগ্রামের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আঁখি আক্তার এর সঞ্চালনায় দৌলতদিয়া যৌনপল্লির নারী ও শিশুদের উন্নয়নে কর্মরত বেসরকারী সংগঠন মুক্তি মহিলা সমিতি'র (এমএমএস) কার্যালয়ে এ সভার আয়োজন করে।
এমএমএস'র আলো প্রোগ্রামের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এবং গ্লোবাল এ্যাফের্য়াস কানাডার আর্থিক ও কারিগরি সহযোগিতায় এতে অংশগ্রহণ করে উপজেলা স্বাস্থ্য, মহিলা ও শিশু এবং সমাজসেবা দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ফারসিম তারান্নুম হক, উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, গেয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. মো. রুহুল আমিন প্রমূখ।
সভায় দৌলতদিয়া পূর্ব পাড়ার (যৌনপল্লি) নারীরাও অংশ নেন।
মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু জানান, আলো প্রোগ্রামের আওতায় তারা যৌনপল্লি ও পাশ্ববর্তী এলাকার ১ হাজার ২৮০ জন নারী ও ৪২০ জন কন্যা শিশুকে নিয়ে সেলাই ,কম্পিউটার, বিউটি পার্লার, ক্ষুদ্র ব্যাবসা, জীবন দক্ষতা, মানবাধিকার, জেন্ডার ভায়োলেন্স, নেতৃত্ব প্রদান, কাউন্সেলিংসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকেন।
এছাড়া সচেতনতার জন্য বিভিন্ন দিবস উদযাপন ও খেলাধুলারও আয়োজন করে থাকেন।