গোয়ালন্দে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:২১ পিএম


গোয়ালন্দে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, জিআর নং-৬৩/১১ এর পরোয়ানাভুক্ত আসামি উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মৃত আশরাফ শেখ এর মেয়ে মোছা. বেবী (৫৫), সিআর নং-১৫৬/২৩ এর পরোয়ানাভুক্ত আসামি উত্তর দৌলতদিয়া মজিদ শেখের পাড়া'র মজিদ শেখ এর ছেলে মো. আবুল কালাম আজাদ শেখ, জিআর নং-৫৫/২৩ এর পরোয়ানাভুক্ত আসামি শাহাদাত মেম্বার পাড়া'র মো. নজরুল ইসলাম এর ছেলে মো. রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২২), জিআর-৯৭/১৭ এর পরোয়ানাভুক্ত আসামি উত্তর দৌলতদিয়া সামসু মাষ্টার পাড়া'র আলাল খাঁন এর ছেলে রবিন খাঁন ও জিআর-২৬/২২ এর পরোয়ানাভুক্ত আসামি বরাট ইউনিয়নের চর বরাট এলাকার মো. জামাল মোল্লা'র ছেলে মো. হাসান মোল্লা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

এর আগে আসামিদেরকে সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক উত্তম কুমার ঘোষ, এসআই (মো. মাহবুব হোসাইন, এএসআই মো. ফারুক হোসেন, এএসআই অনুপ চন্দ্র সরকার, এএসআই সোহাল রানা, এএসআই মো. শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা কালে উপজেলা এলাকার নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সূত্রে আরো জানা যায়, আসামিদেরকে মঙ্গলবার দুপুরেই রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Link copied