গোয়ালন্দে পৃথক অভিযানে ৩ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৯

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৭ পিএম


গোয়ালন্দে পৃথক অভিযানে ৩ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৯

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ২'শ ৬০ পিস ইয়াবাসহ ৩ জন ও বিভিন্ন মামলায় ৬জন আসামি সহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

দুই শত পিস ইয়াবাসহ গ্রেপ্তারকৃতরা হলো, ঝিনাইদহ শৈলকুপা উপজেলার গোয়াল পাড়া এলাকার তবিবর রহমান এর ছেলে মোস্তাফিজুর রহমান (৪৩), দিনাজপুর সদর উপজেলার বাহাদুর বাজার এলাকার মৃত শামছুল আরেফিন এর ছেলে মো. শাহিনুল ইসলাম (৪২)।

৬০পিস ইয়াবাসহ গ্রেপ্তারকৃত গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির রব বাড়িওয়ালার ভাড়াটিয়া সুরুজ মিয়া'র মেয়ে রাহেলা (৩৯) ও বিভিন্ন মামলায় পরোয়ানা ভুক্ত গ্রেপ্তারকৃত ৬ জন আসামি, জি আর নং-৩১২/১৭ এর সাজা পরোয়ানা ভুক্ত আসামি মো. আফজাল হোসেন, জি আর নং-৫৫/১৮ এর সাজা পরোয়ানা ভুক্ত আসামি আবু বক্কার কাজী, জি আর নং-১১৪/২২ এর পরোয়ানা ভুক্ত আসামি আব্দুর রহমান (৩২), জি আর নং-১২৯/১৫ এর পরোয়ানা ভুক্ত আসামি জলিল সেখ, সিআর নং- সিআর নং-১৬৫/২৩ এর পরোয়ানা ভুক্ত আসামি মো. সিরাজ কাজী, ও সি আর নং-৪৬/২৩ এর পরোয়ানা ভুক্ত আসামি মো. মিরাজ শেখ এদের সকলের বাড়ি গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায়।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি রাহেলা'র বিরুদ্ধে ২টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা যায়।

সোমবার (২৫ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

তিনি আরও জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে সোমবার দুপুরে ৯ আসামিকেই রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Link copied