আবারও বাবা হলেন ক্রিকেটার তাসকিন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৪ অগাস্ট ২০২৩, ০৬:১৮ এএম


আবারও বাবা হলেন ক্রিকেটার তাসকিন

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৃতীয়বারের মতো বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ। এবার  তাসকিন-রাবেয়া দম্পতির ঘর আলো করে এসেছে এক কন্যা সন্তান।

বুধবার (২৩ আগস্ট) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বাবা হওয়ার খবর জানিয়েছেন তাসকিন আহমেদ নিজেই।

সেই স্ট্যাটাসে তাসকিন লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আজ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন। ’

২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন। এরপর ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথম সন্তানের বাবা হন তারকা পেসার।
 

Link copied