মেয়ের আত্মহত্যার খবর শুনে মারা গেলেন বাবাও

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৮ এএম


মেয়ের আত্মহত্যার খবর শুনে মারা গেলেন বাবাও

ছবিঃ প্রতীকি

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীতে মেয়ের স্বর্ণা দেবনাথের (২৬) আত্মহত্যার খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাবা শ্যামল দেবনাথেরও (৬৫) মৃত্যু হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের ৩নং ওয়ার্ডের বনিকপট্টি এলাকার নিজ বাসায় এ ঘটনা ঘটে।

পটুয়াখালীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, দুপুরের দিকে ওই বাড়ির তিন তলায় স্বর্ণা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার করেন। পরে বিষয়টি তার বাবা শ্যামল দেবনাথ দেখতে পেয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই  মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, মেয়ের মৃত্যুর খবর শুনে বাবা নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় যান। এসময় মেয়ের মরদেহ দেখেই স্ট্রোক করেন বাবা।

মৃত স্বর্ণা দেবনাথ পরিবারের ছোট মেয়ে। তিনি মাস্টার্স পাস করেছেন এবং অবিবাহিত ছিলেন। বাবা শ্যামল দেবনাথ বনিক পট্টিতে কাপড়ের ব্যবসা করেন।

Link copied