কুয়াকাটা আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৩, ০৯:৪৩ এএম

প্রতীকী ছবি
দ্বিতীয় স্ত্রীর সাথে ঘুরতে এসে লাশ হয়ে ফিরতে হল রিপন বিশ্বাসের।
আজ (২৩ এপ্রিল ২০২৩) রবিবার সকাল সাড়ে দশটার দিকে পুলিশ এসে কুয়াকাটার সোনার বাংলা হোটেল থেকে লাশ উদ্ধার করে।
তথ্যসূত্রে জানা যায়, মৃত রিপন যশোরের চৌগাছা থানার মাধব চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি সাভারের আশুলিয়ায় বসবাস করতেন।
পুলিশ ও হোটেল ম্যানেজারের তথ্য সূত্রে জানা যায়, গত শুক্রবার রিপন তার ছোট স্ত্রী গঙ্গা রানীকে নিয়ে কুয়াকাটায় ঘুরতে আসেন। সেখানে সোনার বাংলা হোটেলের ১০৫ নম্বর কক্ষ বুক করেন তারা।
দ্বিতীয় স্ত্রী গঙ্গা রানী বলেন, আমরা ঘুরতে আসা নিয়ে রাতে তার প্রথম স্ত্রীর সাথে ফোনে ঝগড়া ও কথার কাটাকাটি হয়। এর পরে গভীর রাতে আমরা ঘুমিয়ে পরি। সকাল বেলা জেগে দেখি আমার স্বামী আমার ওরনা দিয়ে জানালার সাথে গলায় ফাঁস দিয়েছে।
এরপরে হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা থানায় খবর দেন। ঘটনাস্থানে পুলিশ এসে রিপনের লাশ উদ্ধার করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের একাত্তর পোস্ট কে জানান, আমরা খবর পাই যে, কুয়াটায় সোনার বাংলা হোটেলে একজন যুবক আত্মহত্যা করেছে। ঘটনা স্থানে ফোর্স পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর মৃত্যু কারণ জানা যাবে।