সিংগাইরে প্রেমঘটিত কারণে যুবকের আত্নহত্যা

মোঃ সাইফুল ইসলাম তানভীর, সিংগাইর(মানিকগঞ্জ)

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩, ০৯:৫৩ এএম


সিংগাইরে প্রেমঘটিত কারণে যুবকের আত্নহত্যা

ছবিঃ প্রতীকী

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জের সিংগাইরে প্রেম সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে গলায় ফাঁস নিয়ে হেমন্ত মল্লিক সুমন নামের এক যুবকের আত্নহত্যার অভিযোগ পাওয়া গেছে।

নিহত হেমন্ত মল্লিক উপজেলার ঘোনাপাড়া মহল্লার শহিদুল ইসলামের ছেলে। শনিবার (২৯ এপ্রিল ) ভোররাতে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, হেমন্ত মল্লিক তার পছন্দের মেয়ের সঙ্গে মোবাইলে কথা বলত। এই প্রেম সংক্রান্ত বিষয়ে শনিবার ভোরের কোন একসময় নিজ ঘরের আঁড়ার সঙ্গে নিজের প্যান্টের বেল্ট পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে সে।

পরে পরিবারের লোকজন বুঝতে পেরে দরজা ভেঙ্গে সুমনকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied