আগামীকাল সিংগাইর চান্দহর কূলে নৌকাবাইচের আয়োজন
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৪ পিএম

ছবিঃ প্রতীকি
নদীমাতৃক বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলায় নদ-নদীর উপস্থিতি প্রবল এবং নৌকা এদেশের লোকালয় ও সংস্কৃতির এক সমৃদ্ধ অনুষঙ্গ।
প্রমত্তা নদীবক্ষে নৌকা শুধু যোগাযোগের মাধ্যমই নয়, হয়ে উঠেছে জলক্রীড়ার গুরুত্বপূর্ণ অংশ। নৌকাবাইচ তারই একটি দৃষ্টিনন্দন রোমাঞ্চময় দৃষ্টান্ত।
সংগীতের তাল-লয়ে দাঁড়িদের ছন্দময় দাঁড় নিক্ষেপে নদী-জল আন্দোলিত করে যে মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা হয়, তা অতুলনীয়। আবেগ-উত্তেজনার এই নৌকাবাইচ বাঙালির সম্মিলিত প্রয়াসেরও স্পষ্ট প্রতিচ্ছবি।
তারই ধারাবাহিকতায় সোমবার (১১ সেপ্টেম্বর) সিংগাইর উপজেলার চান্দহর কূলে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষ্যে নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। বিকাল ৩ থেকে উপজেলা পরিষদের আয়োজনে সন্ধ্যা পর্যন্ত চলবে এ নৌকাবাইচ।
সিংগাইর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান ও উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ স্বাক্ষরিত আমন্ত্রণ পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো.সাবিরুল ইসলাম। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের সকল কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, ডুবুরিদলসহ সকল প্রকার নিরাপত্তা রেখেছি।
তিনি আ্ররও বলেন, গ্রামীণ লোক সংস্কৃতি পুনরুদ্ধারের জন্য এ আয়োজন।