মহিলা রেফারির পরিচালনায় সিংগাইরে ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৯ পিএম

ছবিঃ একাত্তর পোস্ট
জমকালো আয়োজনে মানিকগঞ্জের সিংগাইরে মরহুম সৈয়দ আলী মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ী দল যুগের আলো সমিতিকে চ্যাম্পিয়ন ট্রফি হিসেবে ফ্রিজ প্রদান করা হয়।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দক্ষিণ জামশা কল্যাণ কামী যুবক সমিতির আয়োজনে দক্ষিণ জামশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল সাড়ে ৪টায় এ খেলার উদ্বোধন করেন জামশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সিদ্দিকুর রহমান মোল্লা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত প্রমিলা রেফারি সোহানা খাতুনের পরিচালনায় ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন যুগের আলো সমিতি (বাইমাইল, সিংগাইর) ও মাতাবপুর নওজোয়ান ক্লাব (নবাবগঞ্জ)। খেলায় ২-১ গোলে যুগের আলো সমিতি (বাইমাইল, সিংগাইর) জয় লাভ করে।
মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় ও মো. মোতালেব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সৈয়দ আলী মাস্টারের জৈষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান এবং পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার ডাঃ ফজলুর রহমান।
খেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামশা ইউপি চেয়ারম্যান গাজী কামরুজ্জামান, শোল্লা ইউপির সাবেক চেয়ারম্যান মো. ফজলুল হক, দক্ষিণ জামশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক মোল্লা, সাবেক প্রধান শিক্ষক আবজাল হক মোল্লা, মানিকগঞ্জ জেলা কৃষকলীগের সদস্য মো. রফিকুল ইসলাম রবিন, দুধঘাটা বালুখন্ড উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. কামরুজ্জামান, দক্ষিণ জামশা সঃ প্রাঃ বিঃ দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, পশ্চিম জামশা সঃ প্রাঃ বিঃ সহকারি শিক্ষক মো. মহাসিন খান, জামশা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. কোরবান আলী প্রমুখ।
উল্লেখ্য যে, সৈয়দ আলী মাস্টার দক্ষিণ জামশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান প্রতিষ্ঠাতা ছিলেন।