অসুস্থ তাসকিন, শেষ ওয়ানডে খেলা নিয়ে শঙ্কা
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৪ এএম

ছবিঃ সংগৃহীত
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হলেও তৃতীয় ওয়ানডেতে ফেরানো হয়েছে তাসকিন আহমেদকে। যদিও খেলার সুযোগ হচ্ছে না এই পেসারের। পেটের অসুখে ডানহাতি এই পেসার সোমবার অনুশীলনে ছিলেন না। তার বদলে অনুশীলন করেছেন খালেদ আহমেদ।
তাসকিনের শারীরিক অবস্থা নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ওর পেট খারাপ হয়েছে। পরের ম্যাচে খেলবে কিনা এটা নিশ্চিত নয়। এটা খাদ্যের বিষক্রিয়ার ব্যাপার। আশা করি, আজই ঠিক হয়ে যাবে। চোট নয়, সুতরাং খেলার বিষয়টি নির্ভর করে দুর্বলতার ওপর। যদি ক্লান্তি বা দুর্বলতা না থাকে, তাহলে খেলতে পারবে।
বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে দুই দলের প্রথম ম্যাচটি পন্ড হয় বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে কিউই স্পিনার সোধির ঘূর্নিতে ১৬৮ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। এতে ৮৬ রানের জয়ে তিন ম্যাচ সিরিজের ১-০তে এগিয়ে রয়েছে ব্লাক ক্যাপসরা। এদিকে শেষ ওয়ানডে তামিম-লিটনকে বিশ্রামে দিয়েছে বিসিবি।
এই দুই ক্রিকেটার ছাড়াও টাইগার স্কোয়াডে আরো একাধিক পরিবর্তন এনেছে বোর্ড। যেখানে দলে ফিরেছেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম। বাংলাদেশের শেষ ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন শান্ত।