সিংগাইরে ডেঙ্গু কেড়ে নিলো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৪ এএম

ছবিঃ সংগৃহীত
পিতার মৃত্যুর পর মা ও বোনের মুখে খাবার তুলে দিতে জীবিকার লড়াই চালিয়ে যাচ্ছিলেন মানিকগঞ্জের সিংগাইরের রুবেল (২৮)। জীবনের লক্ষ্য বাস্তবায়নে তার বিবাহও করা হয়ে ওঠেনি। কিন্তু বিধি বাম।
শনিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকাস্থ শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।
নিহত রুবেল উপজেলার বলধারা ইউনিয়নের বড় কালিয়াকৈর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রুবেল বেসরকারি এক কোম্পানীতে চাকুরি করতেন। সেই সুবাধে তিনি ঢাকায় বসবাস করতেন। কিন্তু হঠাৎ তার জ্বর আসলে চিকিৎসকের শরণাপন্ন হন। পরে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পরে।
পরবর্তীতে শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
এদিকে পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ছেলেকে হারিয়ে পাগল প্রায় রুবেলের মা ও বোন। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
রবিবার দুপুর আড়াইটায় বড় কালিয়াকৈর মসজিদে জানাযা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।