সিংগাইরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

মোঃ সাইফুল ইসলাম তানভীর, সিংগাইর (মানিকগঞ্জ)

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৩ এএম


সিংগাইরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

ছবিঃ প্রতীকি

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছেন সিংগাইর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাইমাইল এলাকার জনৈক সাইদুল ইসলামের দোকানের পশ্চিম পাশে আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে এ অজ্ঞাতনামা লাশ পাওয়া যায়।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, প্রাথমিক ভাবে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এবং লাশের জখমের চিহ্ন দেখে ও ঘটনাস্থলের পারিপার্শ্বিক অবস্থায় ধারণা করা হচ্ছে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধ লোকটি মৃত্যুবরণ করেছেন।

তার সুরতহাল প্রতিবেদন প্রস্তত করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অজ্ঞাত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।

Link copied