লিবিয়া এখন লাশের দেশ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৯ পিএম

ছবিঃ সংগৃহীত
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত লিবিয়া। লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশটিতে মৃতের সংখ্যা। প্রাণহানির সংখ্যা ইতিমধ্যে ১১ হাজার ছাড়িয়েছে। এই সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে যে শহর সবচেয়ে বিধ্বস্ত হয়েছে তা ডেরনা।
শক্তিশালী ঘূর্ণিঝড় ও ভয়াবহ বন্যায় উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ রয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। এখনো একের পর এক বেরিয়ে আসছে লাশ। মর্গে জায়গা না হওয়ায় অনেক মরদেহ ফুটপাতে ফেলে রাখা হচ্ছে। প্লাবিত এলাকায় পানি বৃদ্ধি পাওয়ায় উদ্ধারকাজে হিমশিম খেতে হচ্ছে।
লিবিয়ার স্বাস্থ্যমন্ত্রী ওসমান আবদুল-জলিল বলেছেন, তিনি আশঙ্কা করছেন যে, মৃতের সংখ্যা দশ হাজারের বেশি হতে পারে।
ভূমধ্যসাগরীয় ঝড় ড্যানিয়েল লিবিয়ায় বিধ্বংসী বন্যার সৃষ্টি করেছে। এটি সমগ্র এলাকাকে ভাসিয়ে নিয়েছে। উত্তর আফ্রিকার দেশটির পূর্বাঞ্চলের একাধিক উপকূলীয় শহরে ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিও ফুটেজে দেখা যায়, দেশটির বেনগাজি, সোসি, আল-বায়দা, আল-মারজ এবং দেরনা শহরে ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় তলিয়ে যাওয়া গাড়ির ছাদে অনেক মানুষ আটকা পড়েছেন।