জুতার জন্য অভিমানে কিশোরীর আত্মহত্যা
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৩, ০৬:১৭ পিএম

ছবিঃ প্রতীকি
বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন ও বড়কোঠা ইউনিয়নের এক কিশোরী সহ দু'জনের আত্মহত্যার ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০ টা ১৫ মিনিটে ৬ নং বড়াকোঠা ইউনিয়নের উত্তর বড়াকোঠা গ্রামের জাকির হোসেন খানের কন্যা জান্নাত (১১) পিতা-মাতা জুতা কিনে দিতে না পারায় অভিমান করে আত্মহত্যা করে। জান্নাত ঘরের পিছনের বারান্দায় আড়ার সাথে ওড়না দিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
অপরদিকে বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটের সময় ৭ নং বামরাইল ইউনিয়নের ঘন্টেশ্বর গ্রামের আব্দুল মালেক মোল্লার পুত্র মোঃ রুবেল (২২) নিজ ঘরের আড়ার সাথে গামছা দিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় লোকজন উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা আরো জানান রুবেল মানসিক ভারসাম্যহীন ছিলো।