উজিরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর(বরিশাল)

প্রকাশিত: ১৭ মে ২০২৩, ১১:০৯ এএম


উজিরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঐতিহাসিক ১৭ই মে বাঙালির চিরঞ্জীব আশা ও অনন্ত অনুপ্রেরণার উৎস মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে উজিরপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মোনাজাত ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে এ দিবসটি পালন করেছেন নেতা কর্মীরা।

১৭ মে সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীর সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য অশোক কুমার হাওলাদার, সহ-সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাত,

প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তম কুমার হাওলাদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বিউটি খানম, পৌর আওয়ামীলীগের সভাপতি তাপস কুমার রায়, উপজেলা শ্রমিকলীগের সভাপতি শিপন মোল্লা, ছাত্রলীগের সভাপতি অসীম কুমার ঘরামী, সাবেক সভাপতি আনিসুর রহমান নয়ন, শিকারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ রহিম মাষ্টার, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মাঝিসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সম্পাদক এবং বিপুল পরিমান নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Link copied