আগামীকাল সন্ধ্যায় আইপিএল খেলতে যাচ্ছেন লিটন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৩, ১২:৩০ পিএম


আগামীকাল সন্ধ্যায় আইপিএল খেলতে যাচ্ছেন লিটন

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে না হলে হয়তো আইপিএল শুরুর দিনই (৩১ মার্চ) কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শিবিরে যোগ দিতে পারতেন লিটন দাস। তবে সাকিব-লিটনকে ছাড়পত্র দেয়নি বিসিবি। রাখে টেস্ট দলে।

আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টটি শেষ হয় গতকাল ৭ এপ্রিল। এর মধ্যে কেকেআরের দুটি ম্যাচ খেলা হয়ে গেছে।

সাকিব আগেভাগেই নিজেকে সরিয়ে নিয়েছেন আইপিএল থেকে। তাই সবার আগ্রহ এখন লিটনের দিকে। লিটন কবে যোগ দেবেন কেকেআরে? এই প্রশ্নই কেবল ঘুরপাক খাচ্ছিল সমর্থকদের মাথায়।

অবশেষে জানা গেলো খবর। আগামীকাল (রোববার) কলকাতায় যাবেন লিটন। রোববার সন্ধ্যা সোয়া ৭টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে কলকাতার উদ্দেশ্যে রওয়ানা দেবেন উইকেটরক্ষক এই ব্যাটার।

বিসিবির প্রটোকল ম্যানেজার ওয়াসিম খান আজ জাগো নিউজকে নিশ্চিত করেছেন এই খবর।

Link copied