৫ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে আয়ারল্যান্ড

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৩, ০৭:৩৪ এএম


৫ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে আয়ারল্যান্ড

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ বিকেলে যেভাবে উইকেট ফেলছিল, সেভাবে তৃতীয় দিন সকালে উইকেটের দেখা পাচ্ছে না। একমাত্র সাফল্য এসেছে শরিফুল ইসলামের হাত ধরে। এছাড়া আয়ারল্যান্ডের দুই ব্যাটার হ্যারি টেক্টর ও লরকান টাকার ধীরে ধীরে দলকে টেনে নিচ্ছেন।

দুজনের অপরাজিত ৪২ রানের জুটির ওপর ভর করে তৃতীয় দিন প্রথম সেশনে আয়ারল্যান্ডের স্কোর ৫ উইকেট হারিয়ে ৯৩ রান। ৪৩ রান নিয়ে ব্যাট করছেন টেক্টর। অভিষেক টেস্টের দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি করার দিকে এগিয়ে চলছেন তিনি।

লরকান টাকারও খেলে ফেলেছেন ২৪ রানের ইনিংস। এখন চলছে লাঞ্চ বিরতি। দুই স্পিনার সাকিব আল হাসান এবং তাইজুল ইসলামের মায়াবী ঘূর্ণিজালে জড়িয়ে দ্বিতীয় দিন বিকেলেই ১৩ রানে ৪টি উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড।

১৫৫ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করার পর দ্রুত ৪ উইকেট হারানোর কারণে আইরিশদের সামনে ইনিংস পরাজয়ের শঙ্কাই তৈরি হয়েছিল সবচেয়ে বেশি।

তবে, এই পরিস্থিতি কিছুটা সামলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করা হ্যারি টেক্টর এবং জিম্বাবুয়ের হয়ে ৮ টেস্ট খেলে আসা পিটার মুর।

দ্বিতীয় দিনের ৪ উইকেট হারিয়ে ২৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছে এই দুই ব্যাটার। দিনের শুরুতে বাংলাদেশের বোলারদের চাপ সামলে ভালোভাবেই দলকে এগিয়ে নিচ্ছিলেন এই দুজন।

কিন্তু তাদের ৩৮ রানের জুটিকে বেশিদূর এগুতে দেননি শরিফুল ইসলাম। পিটার মুরকে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। ৭৮ বলে ১৬ রান করে আউট হয়ে যান পিটার মুর।

Link copied