খেলা শুরুর ঘোষণার পর ফের নিঝুম বৃষ্টি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ১০:৩৪ এএম


খেলা শুরুর ঘোষণার পর ফের নিঝুম বৃষ্টি

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃষ্টির চোখরাঙানি উপেক্ষা করেই টস হলো সাগরিকায়, টস জিতে আগেরদিনের মতোই বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। তবে টসের পর মিনিট দশেক না পেরোতেই চট্টগ্রামের নামলো মুষলধারে বৃষ্টি।

এরপর নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ১৫ মিনিট পর স্থানীয় সময় ৩-১৫ মিনিটে শুরু হওয়ার ঘোষণা বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ।

ম্যাচ হবে ১৯ ওভারে। তবে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে খেলা শুরুর এই ঘোষণা আসার সঙ্গে সঙ্গে আবারো আকাশ ভেঙ্গে নামে বৃষ্টি।

সেইসঙ্গে কর্মতৎপরতা বেড়ে যায় গ্রাউন্ডসম্যানদের। আর তাই ম্যাচ ফের শুরু হতে বিলম্ব হয়। এমনকি খেলা মাঠে গড়াবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। 

Link copied