বিবিসি'র বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কার জিতলেন মেসি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২, ০২:১৭ পিএম


বিবিসি'র বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কার জিতলেন মেসি

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জীবনের সেরা সময় পার করছেন লিওনেল মেসি। গত রোববার আর্জেন্টিনার হয়ে জিতেছেন ফুটবল বিশ্বকাপ। দলকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রাখায় প্রথম ফুটবলার হিসেবে পেয়েছেন দ্বিতীয় গোল্ডেন বল (টুর্নামেন্ট সেরা ফুটবলার)।

এবার যুক্তরাজ্যের বিখ্যাত গণমাধ্যম বিবিসি স্পোর্টসের বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কার ‘ওয়ার্ল্ড স্পোর্ট স্টার অব দ্য ইয়ার’এর স্বীকৃতি পেলেন মেসি।

বিবিসি এই পুরস্কার দিয়েছে মূলত ২০২২ সালে অ্যাথলেটদের সেরা পারফরম্যান্স বিবেচনা করে। এ বছর বিশ্বকাপ জিতে সেরা সাফল্য পেয়ে গেছেন মেসি।

কাতার বিশ্বকাপে সাত ম্যাচে করেছেন ৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। লুসাইলে গত পরশু ফাইনালে ফ্রান্সের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। জিতেছেন ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরস্কার।

প্রতি বছরই বিবিসি বর্ষসেরা বিশ্ব ক্রীড়া তারকার নাম প্রকাশ করে। একটি বিচারক প্যানেল বর্ষসেরা ক্রীড়া তারকাকে বাছাই করেন। প্রতি বছর ক্রীড়াঙ্গনের বিশ্বমঞ্চে উল্লেখযোগ্য পারফরম্যান্স করা ক্রীড়াবিদ পান এই খেতাব।

গত বছর এই পুরস্কার জিতেছিলেন আইরিশ জকি রাচেল ব্ল্যাকমোর। এবার পেলেন মেসি। কারণ, কাতারে অনবদ্য পারফরম্যান্স। দলকে বিশ্বকাপ জেতানো।

Link copied