সব বাধা পেরিয়ে হতে চান ইন্জিনিয়ার
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩, ০৬:৩৩ পিএম

চাঁদ বাবু। ছবিঃ সাখাওয়াত হোসেন
জন্মগতভাবেই শারীরিকভাবে প্রতিবন্ধী। দুই হাঁটুতে ভর করে চলতে হয় তাকে। এতকিছুর পরও থেমে থাকেননি, চালিয়ে যাচ্ছেন নিজের পড়াশোনা। শুধু তাই নয়, নিজের পড়ার খরচ নিজেই চালান।
অর্ধশতাধিক পরিবারের বিদ্যুৎ বিল ব্যাংকে জমা দিয়ে বকশিশের টাকায় চলে তার পড়ার খরচ। অদম্য ইচ্ছাশক্তি, প্রতিবন্ধী ও দরিদ্রতা চাঁদ বাবুর পড়ালেখা আটকাতে পারেনি। সে এখন একাদশ শ্রেণির ছাত্র। তার রয়েছে পড়াশোনার অদম্য স্পৃহা। সে হার মানতে নারাজ।
বলা হচ্ছিল পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের চর পাড়া গ্রামের জসিম ফকির-চম্পা দম্পতির ছেলে চাঁদ বাবুর কথা। বাবা জসিম ফকির ইট ভাটার শ্রমিকের কাজ করেন। তিনি প্রায়ই অসুস্থ থাকেন। এতে করে সংসার চালাতেই হিমশিম খেতে হয় তাকে। চাঁদ ছাড়াও তার রয়েছে তিন সন্তান। শত কষ্টের পরও জসিম ফকির তার ছেলেদের অন্যের বাড়ি কাজে না দিয়ে পড়াশোনা করাচ্ছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গছে, চাঁদ বাবু জন্মগতভাবেই শারীরিকভাবে প্রতিবন্ধী। তার পা দুটো বাঁকা ও শক্তিহীন। তাকে চলতে হয় হাঁটুর উপর ভর দিয়ে। এমনকি দুই হাতেও তেমন শক্তি পান না তিনি। পড়াশোনার খরচ চালানোর জন্য নিজের বুদ্ধিতে একটি কাজ যোগাড় করে নিয়েছেন চাঁদ বাবু।
লোকজনের সহযোগিতায় একটি ব্যাটারিচালিত তিন চাকার সাইকেলের ব্যবস্থা করেছেন। সেটিতে চড়ে অর্ধশত বাড়ি থেকে বিদ্যুৎ বিলের টাকা তুলেন। এরপর তা নিকটস্থ ব্যাংকে গিয়ে জমা দেন। এতে প্রত্যেক গ্রাহক তাকে মাসে ১০ টাকা করে দেন। এভাবে যে টাকা পান, তা দিয়েই চলে তার পড়াশোনাসহ অন্যান্য খরচ।
চাঁদ বাবু একাত্তর পোস্টকে বলেন, উপজেলার ভেড়ামারা উদয়ন একাডেমি থেকে ২০২২ সালে এসএসসি পাস করেছি। চলতি শিক্ষাবর্ষে ভাঙ্গুড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ডিজিটাল টেনকোলজি ইন বিজনেস ট্রেডে ভর্তি হয়েছি। পড়ালেখা শেষ করে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই।
এ বিষয়ে ভাঙ্গুড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুৎ বলেন, প্রতিবন্ধী চাঁদ বাবুর পড়ালেখার প্রতি আগ্রহ দেখে মুগ্ধ হয়ে অত্র কলেজের পক্ষ থেকে তাকে সৌজন্যমূলক ভর্তি করা হয়। আগামীতে পড়ালেখার বিষয়ে কলেজ কর্তৃপক্ষ যথাসাধ্য সহযোগিতা করবে।
অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুৎ আরও বলেন, প্রতিবন্ধী চাঁদ বাবুর পড়ালেখার প্রতি আগ্রহ দেখে আমি মুগ্ধ। চাঁদের মতো বহু প্রতিবন্ধী ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে। কিন্তু চাঁদ ব্যতিক্রম। সে নিজের আয় করা টাকা দিয়ে পড়াশোনা করছে। চাঁদ আমাদের এ সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। তাকে কলেজের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। ভবিষ্যতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে চাঁদ বাবুর। সেই জন্য তার পাশে বিত্তবান ও হৃদয়বানরা একটু দাঁড়ালে তার কষ্ট অনেকটাই লাঘব হবে।
এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান একাত্তর পোস্ট কে বলেন, শারীরিক ও সাংসারিক প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে যাচ্ছেন চাঁদ। পড়ালেখার জন্য তার চেষ্টা প্রশংসাযোগ্য। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পড়ালেখার বিষয়ে সহযোগিতা করা হয়েছে।