বসন্তের আগমনে বাহারি রঙে সেজেছে প্রকৃতি
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৩, ১১:১২ এএম

ছবিঃ সংগৃহীত
নগরের উঠোনজুড়ে এসেছে বসন্ত। বাহারি রঙে সেজেছে প্রকৃতি। যার ছোঁয়া লেগেছে নগরবাসীর মনেও। বসন্ত বরণে উৎসবের সুর ছড়িয়ে পড়েছে বাঙালির মনে, আবেগ আর উচ্ছ্বাসে।
নেচে গেয়ে ঋতুরাজকে বরণ করে নেন শহরবাসী। এমন আয়োজন স্মরণ করিয়ে দেয় বাঙালির শেকড়ের কথন। আগুন লাগা বসন্ত মানেই নতুন সাজ। জরাজীর্ণ ঝেড়ে নতুন পাতায় হৃদ্য প্রকৃতি।
বসন্ত মানে কথার পিঠে কথা, ছুঁয়ে মুখোরতা। বসন্ত মানেই উৎসবের সুর, ছুঁয়ে থাকা আবেগে অকারণে সুখ।
ঋতুরাজের রাজসিক এ আগমনে, নগরবাসির উঠোনে লেগেছে বর্ণিল দোলা। প্রভাতে আবির আভায় আকাশ পানে মুগ্ধবেশে রঙিন স্বপ্ন মেখেছিলো বাঙালি মন।
বাসন্তী রঙে ভালোবাসাও এসেছে আজ। বসন্ত ছুঁয়েছে যে আবেগ, সে আবেগে রয়েছে ভালোবাসার রংও। অপেক্ষার প্রহর শেষে আবিরের বেশে নান্দনিক হোক প্রতি মুহূর্ত।
মন থেকে মননে ছড়িয়ে পড়ুক তার বর্ণিল আভা। ঋতুরাজ বরণে এমনটাই প্রত্যাশা সকলের।